Search
Close this search box.

বিআরটিএতে পাঁচ মিনিটে কাজ হয়ে গেল অমিতাভ রেজার

বিনোদন ডেস্ক: সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দেশের দায়িত্ব বুঝে নেন সেনাবাহিনী। তারপর গত ৮ আগস্ট দেশ পরিচালনার জন্য গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। বিভিন্ন নৈরাজ্য ও দুর্নীতির পরিমাণ কমে এসেছে অনেকাংশে।

সাধারণত এর আগে বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে সেবার জন্য গিয়ে ভোগান্তি পোহাতে হত বলে অভিযোগ ছিল সাধারণ মানুষের। তবে অন্তর্বর্তী সরকার আসার পর সেসব যে স্বাভাবিক হয়েছে, সে কথাই জানালেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সেবা নিতে গিয়ে কোনো ঝামেলা ছাড়াই কাজ সম্পন্ন করতে পেরেছেন বলে জানিয়েছেন এ নির্মাতা।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টায় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে অমিতাভ রেজা লিখেছেন, ‘বিআরটিএ-এ গেলাম আজ। পাঁচ মিনিটে কাজটা হয়ে গেল। সবাই নিয়মমত কাজ করছে মনে হলো, দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না।’

‘ভালোই লাগলো। কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ। কারণ হয়তো একটাই, তাদের প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত পাঙ্গাস মাছটা কিংবা ছেলের জন্য আইসক্রিম-কেক, সে কেকটা মনে হয় আপতত হচ্ছে না, মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য, তার কোনো মিল নাই।’

সবশেষ তিনি লিখেছেন, ‘মিল নাই ৫০০ কোটি ডলারের, হাজার কোটি টাকার লুট। তাই ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ কইরেন না, ন্যায় বিচার আর সামাজিক মর্যাদার পক্ষে থাকেন। বেশি জ্যামে পড়লে আয়নাঘরের বিবরণ শুনেন, দেখবেন হা-হুতাস করবেন না; জ্যামও এখন ভালো লাগবে।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএর ডেটা সেন্টার। ওই সময় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার পুড়ে যায়। ফলে সেবাদান কার্যক্রম বন্ধ ছিল কয়েকদিন। এরপর সোমবার থেকে সব ধরনের কার্যক্রম চালু হয়েছে আবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ