বিনোদন ডেস্ক: টানা বৃষ্টি ও উজানের পানির ঢলে সারাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী সামাজিক মাধ্যমে লিখেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি। বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি। জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট অ্যাগেইন।লেটস ফোকাস অন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি। লেটস ওয়ার্ক টুগেদার।
বন্যাকবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ করেছেন নুসরাত ইমরোজ তিশাও। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, বন্যার এই বিপদে আমাদের একে অন্যের পাশেই থাকতে হবে। আমরা বাংলাদেশীরা অনেক শক্তিশালী , এটা অলরেডি আমরা প্রুভ করেছি । সো লেটস প্রুভ ইট অ্যাগেইন। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী বাসীদের জন্য এগিয়ে আসুন
মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ ডুবে যাচ্ছে। ফেনীর সাড়ে তিন লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেইসঙ্গে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাণহানি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে অবকাঠামো, ধান, ফসল ও মাছ।