স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ আখ্যা দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনও তার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানী দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই।
বুধবার (২০ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি সেই সব শিল্পী ও সাহিত্যিকদের তীব্র সমালোচনা করেছেন যারা এখনো শেখ হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করছেন এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে উস্কানি দিচ্ছেন।
ফারুকী তার পোস্টে বলেন, আমি জানিনা শিল্পী দাবি করা একজন মানুষ কীভাবে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে! এ ধরনের মানুষদেরকে তিনি ‘লজ্জিত’ হওয়ার আহ্বান জানান। তিনি আরও যোগ করেন, এ সময় তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই।
ফারুকী স্ট্যাটাসে হিটলারের প্রসঙ্গও টানেন। তিনি বলেন, যারা এখনো শেখ হাসিনার পক্ষ নিচ্ছেন, তারা যদি হিটলারের কালে জন্ম নিতেন, তবে তারা হতেন নাৎসি। এই মন্তব্যে তিনি শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিবাদী ভাষা ব্যবহার করেন। যেখানে তিনি তাদেরকে স্বৈরাচারী শাসনের প্রতি আনুগত্যের সাথে তুলনা করেন।
ফারুকীর মন্তব্যের প্রেক্ষাপটে হিটলারের শাসনকালে নাৎসি বাহিনীর দ্বারা পরিচালিত গণহত্যা এবং বিরোধী দল দমন প্রচেষ্টার কথা স্মরণ করা হয়। যেখানে বিরোধী কণ্ঠরোধ ও মানুষের মৌলিক অধিকার অগ্রাহ্য করা হয়েছিল।