Search
Close this search box.

মধ্যরাতে রাস্তায় নামবেন অভিনেত্রী বাঁধন

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের বিনোদন জগতের অনুতম প্রতিবাদী মুখ আজমেরী হক বাঁধন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের নির্মমতার বিরুদ্ধে তিনি রাজপথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সরকার পতনের পর কথা বলেছেন হত্যা, গুম, নির্যাতনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে। এবার নারীদের প্রতি অন্যায় অবিচারের প্রতিবাদে আওয়াজ তুললেন বাঁধন।

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে সকল নারীদের রাজপথে নামার আহ্বান জানালেন এই অভিনেত্রী।

নারীদের প্রতি সংঘটিত সকল ধরণের অন্যায়ের বিচারের দাবিতে আয়োজিত এই পদযাত্রার শিরোনাম ‘শেকল ভাঙার পদযাত্রা’। এটি অনুষ্ঠিত হবে শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগে। নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি শাহবাগ থেকে সংসদ ভবনের অভিমুখে যাবে।

জানা গেছে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নারীরা ‘শেকল ভাঙার পদযাত্রা’য়ম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩টি দাবি উপস্থাপন করবেন। বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতন ও ধর্ষণের বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি এতে প্রাধান্য পাবে।

এছাড়া এই পথযাত্রায় দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ