Search
Close this search box.

আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে কি বললেন নিলয় আলমগীর

বিনোদন ডেস্ক: দেশের নানা ইস্যুতে সরব থাকতে দেখা যায় অভিনেতা নিলয় আলমগীর। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে কথা বলেছেন এই অভিনেতা। এবার তিনি মুখ খুললেন আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে।

সম্প্রতি ঘটেছে দেশের স্মরণকালের ভয়াবহ বন্যা। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের জন্য ফাউন্ডেশনটি সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে অনুদান ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে এই ১০০ কোটি টাকার মাইলফলক পার হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সর্বমোট ১ লাখ ৬০ হাজার পরিবারের জন্য খাবারের আয়োজনসহ আরও ৫ হাজার পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম। বন্যা পরবর্তী এ পুনর্বাসনে দেয়া হবে টিন ও নগদ টাকা।আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওপর সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা দেখে অভিভূত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। যে কারণে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে নিজের একটি প্রস্তাবের কথা জানিয়েছেন এ অভিনেতা।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিলয় আলমগীর বলেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনকে মানুষ কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে, যে মাত্র অল্প কয়েকদিনে ১০০ কোটি টাকা দিয়েছে শুধুমাত্র বন্যার্তদের সাহায্যের জন্য।’

নিলয় আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যদি আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে হাসপাতাল বানানোর প্রজেক্ট নিতো তাহলে কেমন হতো। যেখানে সুচিকিৎসার ব্যবস্থা থাকবে এবং সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রীতে চিকিৎসার ব্যবস্থা থাকবে। আমার মনে হয় সবাই মিলে সহযোগিতা করলে এটাও সম্ভব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ