Search
Close this search box.

জনগণ ভোটে নির্ধারণ করবে তারা কাদের পক্ষে আছে : ফারুকী

বিনোদন ডেস্ক: নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী স্পষ্ট ভাষায় বললেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি প্রোপ্রাইটরস নাউ!’। বলতে চাইছেন, যে বিপ্লবের মাধ্যমে বিজয় হলো, এখন সেটির মালিকানা দাবি করছেন অনেকেই।

এর কারণটাও ব্যাখ্যা করলেন এই নির্মাতা। সর্বশেষ অদ্য (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফারুকী এক ফেসবুক স্ট্যাটাসে বললেন, ‘যেহেতু বিপ্লবে স্টেকহোল্ডার ছিলো অনেক। সবাই মনে করছে এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করতো।’

এটি যে স্টেকহোল্ডারদের ঠিক ভাবনা নয় সেটিও মনে করিয়ে দিলেন। বললেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোনও বিশেষ মতাদর্শের পক্ষে ম্যান্ডেট প্রদান করেনাই জনগণ! এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে।’

ফারুকী মনে করেন, নিজের মতবাদ বা মতাদর্শ রাষ্ট্রের ওপর না চাপিয়ে জনগণের কাছে যেতে। অর্থাৎ জনগণের ভোটাধিকারের প্রতিই জোর দিয়েছেন নির্মাতা। তার ভাষায়, ‘এখন যার যা এজেন্ডা আছে, কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কী রকম করতে চান, এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে, কাদেরটার পক্ষে তারা আছে। ক্লিয়ার?’

বলা দরকার, মোস্তফা সরয়ার ফারুকী সর্বশেষ আলোচনায় ছিলেন নিজের নির্মাণে ও অভিনয়ে ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’ দিয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ