Search
Close this search box.

বুকের দুধ দান করে বিশ্বরেকর্ড

পথে প্রান্তরে ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৩৬ বছর বয়সী মা অ্যালিসা ওগলেট্রি বুকের দুধ দান করে বিশ্বে এক নতুন রেকর্ড গড়েছেন। তিনি এখন পর্যন্ত ২৬৪৫ লিটার বুকের দুধ দান করেছেন। যা হাজার হাজার প্রিম্যাচিউর শিশুর জীবন বাঁচিয়েছে। এর আগে, ২০১৪ সালে তিনি প্রথমবার ১৫৬৯ লিটার দুধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন, কিন্তু এবার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন।

অ্যালিসার এই অসাধারণ দান শুরু হয়েছিল ২০১০ সালে; যখন তার প্রথম সন্তান কাইলের জন্ম হয়। তিনি লক্ষ্য করেন যে তার দেহে অস্বাভাবিক পরিমাণে দুধ উৎপাদিত হচ্ছে। পরবর্তীতে একজন নার্সের পরামর্শে তিনি এই দুধ প্রিম্যাচিউর শিশুদের জন্য দান করতে শুরু করেন। অ্যালিসার জীবনের পুরো লক্ষ্য এখন অসহায় শিশুর জীবন বাঁচানো। তিনি এখন নিয়মিতভাবে দুধ দান করতে থাকেন।

এছাড়া, তিনি সারোগেট মা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কাইল, কেজ এবং কোরি-এই তিন সন্তানের জন্মের পরও তার দেহে দুধ উৎপাদন অব্যাহত থাকে; যা তিনি প্রতিবছর দান করে আসছেন। তিনি দিনে ১০-১৫ মিনিট করে দুধ পাম্প করেন এবং তা ফ্রিজে রেখে পরে দান করেন।

অ্যালিসা বলেন, আমি জানি, আমার প্রতিটি ফোঁটা দুধ অসংখ্য শিশুর জীবন বাঁচাতে সাহায্য করছে। তাই আমি এই কাজ চালিয়ে যেতে চাই। তার এই অবদান শুধু টেক্সাস নয় বরং পুরো বিশ্বের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ