বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান

গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল এবং সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই কর্মসূচির মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান
ঘোষণায় অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে মুসলিম দেশগুলোর সরকারপ্রধানদের ইসরায়েলের সঙ্গে সব রকম কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছোট-বড় মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিতে আসেন। নানা শ্রেণি-পেশার মানুষ, including তরুণ-তরুণী, কর্মজীবী, রাজনৈতিক দলের নেতাকর্মী, কবি-শিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখেরা একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেন।

এই কর্মসূচিতে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। দলমত নির্বিশেষে সবার কণ্ঠে ছিল একটাই দাবি—ইসরায়েলের গণহত্যা বন্ধ হোক, ফিলিস্তিনের পাশে দাঁড়াক বিশ্ব

ফিলিস্তিনিদের মুক্তি ও শান্তির জন্য মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা যেমন মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগ হয়ে লোকজন খণ্ড খণ্ড মিছিল নিয়ে উদ্যানে আসতে থাকেন। পিকআপ ভ্যান ও মোটরসাইকেলেও স্লোগান দিতে দিতে তরুণদের অংশ নিতে দেখা যায়।

অনেক অংশগ্রহণকারী জানান, এটি শুধু ফিলিস্তিনের জন্য সংহতি প্রকাশ নয়, বরং মানবতার পক্ষেও একটি জোরালো প্রতিবাদ। তারা বলেন, ফিলিস্তিনে যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, তা দেখেও চুপ থাকা যায় না। তাই আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ