Search
Close this search box.

যুদ্ধ বন্ধ করতে পুতিনের উদ্দেশে পেলের খোলা চিঠি

যুদ্ধ বন্ধ করতে পুতিনের উদ্দেশে পেলের খোলা চিঠি

স্টাফ রিপোর্টার ॥ ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনে বড় ক্ষতির শিকার হয়েছে দেশটি। এবার ইউক্রেনের ওপর রাশান সেনাবাহিনীর আক্রমণ বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে খোলা চিঠি লিখেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। ইউক্রেন ও স্কটল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে ইনস্টাগ্রামে এমন বার্তা দিয়েছেন পেলে।

খোলা চিঠিতে পেলে লিখেছেন, ‘আজ (ম্যাচের আগে) ইউক্রেন ভুলে যাওয়ার চেষ্টা করছে, অন্তত ৯০ মিনিটের জন্য, সেই ট্র্যাজেডি যা এখনো তাদের দেশকে গ্রাস করছে। আমি আজকের (গতকালের) ম্যাচটিকে একটি অনুরোধ করার সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই; আক্রমণ বন্ধ করুন। এই অব্যাহত সহিংসতার জন্য একেবারেই কোনো যুক্তি নেই।’

তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পেলে আরো লিখেছেন, ‘এই সংঘাত অযৌক্তিক ও ব্যথা, ভয়, সন্ত্রাস এবং যন্ত্রণা ছাড়া আর কিছুই নিয়ে আসে না…যুদ্ধগুলো শুধু জাতিগুলোকে পৃথক করবে এবং এমন কোনো আদর্শ নেই, যা প্রক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শিশুদের স্বপ্নকে সমাহিত করে, পরিবারকে ধ্বংস করে এবং নিরপরাধকে হত্যা করে।’

পেলে ও পুতিনের মধ্যে সবশেষ ২০১৭ সালে মস্কোয় দেখা হয়েছিল। কনফেডারেশন কাপের সময় তাঁদের মধ্যে সাক্ষাৎ হয়। রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রিয় খেলোয়াড়দের একজন পেলে। পুতিন নিজেই এ কথা জানিয়েছেন। পেলেও ইউক্রেনের ওপর রাশান সেনাবাহিনীর আক্রমণ বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে খোলা চিঠি লিখেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ