Search
Close this search box.

সম্রাট পিটারের সঙ্গে নিজেকে তুলনা করলেন পুতিন

সম্রাট পিটারের সঙ্গে নিজেকে তুলনা করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক ॥ সম্রাট পিটার ১৮ শতকে সুইডেনের বিরুদ্ধে যুদ্ধের সময় বাল্টিক উপকূল বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের কর্মকাণ্ডকে সম্রাট ‘পিটার দ্য গ্রেট’র সঙ্গে তুলনা করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সাবেক সম্রাট ‘পিটার দ্য গ্রেট’র ৩৫০তম জন্মবার্ষিকীতে রাজধানী মস্কোতে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন করেন ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, ‘পিটার সুইডেনের সঙ্গে যুদ্ধ করে কিছু দখল করেছিলেন। তিনি কারও কাছ থেকে কিছুই নেয়নি বরং ফিরিয়ে এনেছিলেন। যখন পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ প্রতিষ্ঠা করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার রাজধানী বলে তখন ইউরোপের কোন দেশই এই অঞ্চলটিকে রাশিয়ার অন্তর্গত বলে স্বীকৃতি দেয়নি।’

‘সবাই এটাকে সুইডেন হিসেবে স্বীকৃতি দিয়েছিল। রাশিয়া-ইউক্রেন-বেলারুশের জনগণ (স্লাভিক জনগোষ্ঠী) ফিনো উগ্রিকদের সঙ্গে সর্বদা এখানে বাস করতো। ওই অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল। আমাদের দায়িত্ব আমাদের যা আছে তা ফিরিয়ে আনা এবং শক্তিশালী করা। আমাদের ইতিহাসে এমন সময় এসেছে যখন আমরা পিছু হটতে বাধ্য হয়েছি। কিন্তু সেটি শুধু আমাদের শক্তি ফিরে পেতে এবং আরও এগিয়ে যেতে।’

১৭০০ সাল থেকে ১৭২১ পর্যন্ত গ্রেট নর্দান যুদ্ধে মস্কোর কাছে সুইডেনের পরাজয় রাশিয়াকে বাল্টিক সাগর অঞ্চলে নেতৃস্থানীয় শক্তিতে পরিণত করে। এতে করে ইউরোপের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দাঁড়ায় রাশিয়া। পিটার দ্য গ্রেটের ৩৫০তম  জন্মদিন উপযাপন এমন একটি সময় করছে রাশিয়ানরা যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দেশটি বিশ্ব থেকে বিচ্ছিন্ন। রাশিয়াকে ইউরোপের কাছাকাছি প্রথম আনার চেষ্টা করেছিলেন পিটার। ১৬৭২ সালের ৯ জুন মস্কোতে জন্মগ্রহণ করে পিটার দ্য গ্রেট। ক্ষমতায় আসার পর ১৬৮২ সাল থেকে ১৭২৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সম্রাট হিসেবে সমগ্র রাশিয়া শাসন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ