Search
Close this search box.

রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার : শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। পার্লামেন্ট সদস্যদের (এমপি) ভোটে রনিলই হয়েছেন নতুন প্রেসিডেন্ট। ২২৫ আসনের পার্লামেন্ট। তাতে ১৩৪টি ভোট পেয়েছেন রনিল।

একজন এমপি ভোটদানে বিরত ও একজন অধিবেশনে অনুপস্থিত থাকায় জয়ের জন্য প্রয়োজন ছিল ১১২ ভোট। আল-জাজিরা ও শ্রীলঙ্কান মিরর এমনটিই জানিয়েছে।

অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা মধ্যে আছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রনিলের অপর দুই প্রার্থীর মধ্যে দুলাস আলহাপেরুমা ও অনূঢ়া কুমারা দিসানায়েকে লড়াই করেন। দুলাস আলহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট আর অনূঢ়া কুমারা দিসানায়েকে পেয়েছেন মাত্র ৩ ভোট।

প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে শুরুতে প্রার্থী ছিলেন চারজন। তবে দুলাসের সমর্থনে শেষ পর্যন্ত সরে দাঁড়ান সঙ্গী জন বালাওয়েগারের (এসজেবি) সাজিথ প্রেমাদাসা। গত সপ্তাহে গণরোষের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালালে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে যেতে হয় লঙ্কান পার্লামেন্টের এমপিদের। এ নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত করলেন দেশটির এমপিরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ