Search
Close this search box.

শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করবে ভারত : নরেন্দ্র মোদি

শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করবে ভারত : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘শ্রীলঙ্কার কঠিন সময়ে আপনি দায়িত্ব নিয়েছেন। আশা করি, আপনার আমলেই শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ফিরে আসবে। সাংবিধানিক কাঠামো ও গণতান্ত্রিক পন্থায় শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রতিবেশি দেশ হিসেবে সর্বাত্মক সহযোগিতা করবে ভারত।’

শ্রীলঙ্কার রনিল বিক্রমাসিংহেকে চিঠি দিয়ে এমন বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ফেরাতে ও অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাস দেন মোদি। শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর অনলাইনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রনিল বিক্রমাসিংহেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নরেন্দ্র মোদি।

উভয় দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার আহ্বান জানান। এর আগে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা জানিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে চিঠি লেখেন। শ্রীলঙ্কার সংকট নিরসনে পাশে থাকার আশ্বাস দেন পুতিন।

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে চিঠি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। চিঠিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতীশলতা বজায় রাখতে শ্রীলঙ্কার সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে। কলম্বোয় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইউরি মাতেরি শ্রীলঙ্কার প্রেসিডেন্টে সঙ্গে সাক্ষাৎ করে ভ্লাদিমির পুতিনের চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে পুতিন বলেন, ‘রাশিয়া ও শ্রীলঙ্কার জনগণ ঐতিহ্যগতভাবেই একে অপরের বন্ধু। উভয় দেশের জনজীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে দুই দেশের বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানাই।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ