Search
Close this search box.

ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন

ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন

আন্তর্জাতিক ডেস্ক – ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসাবে আবার প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার মতো সমর্থন তার রয়েছে বলে তিনি জানান।

ট্রাম্প বলেন, সবাই চায় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। জনপ্রিয়তা জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছি। আমি মনে করি আমার এই সিদ্ধান্তে অনেক লোক খুব খুশি হবে আবার কিছু লোক অসুখী হবে।

চার বছর মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর, ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যান। ব্যবসায়ী থেকে টিভি সেলিব্রিটি হয়ে রাজনীতিবিদ হওয়া ট্রাম্প ২০২৪ সালে প্রত্যাবর্তনের দিকে নজর রাখছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনের বিষয়ে প্রশ্ন রেখে বলেছেন, ২০২৪? আমি এখনই বলতে পারছি না, তবে আমাদের ব্যাপক সমর্থন রয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে সাক্ষাতকারে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি নির্বাচনে লড়াই করলে “অনেক লোক খুশি হবেন” এর অর্থ কী? জবাবে তিনি বলেন, আমি তাই মনে করি। অনেক লোক খুশি হবে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দু’বছর পর ভোটাররা আগামী ৮ নভেম্বর এক মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন। যুক্তরাষ্ট্রের সরকারে জনগণের প্রতিনিধিত্ব করেন ৫৩৫ জন আইন প্রণেতা, যারা কংগ্রেস সদস্য হিসেবে পরিচিত। কংগ্রেসের আছে দুটি কক্ষ- সেনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। আইন তৈরির জন্য কংগ্রেসের এই দুটি কক্ষ এক সঙ্গে কাজ করে। বর্তমানে কংগ্রেসের সব সদস্য হয় ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান পার্টি থেকে আসা। ডেমোক্রেটরা এখন কংগ্রেসের দুটি কক্ষেরই নিয়ন্ত্রণে, তবে তাদের এই সংখ্যাগরিষ্ঠতা খুবই অল্প ভোটে।

ডোনাল্ড ট্রাম্প নিজ দলের নেতাদের সমালোচনা করে বলেন, রিপাবলিকান দলের লোকজন নিতান্তই ভদ্র, তারা শুধু নিজেদের দলের লোকের ওপর আঘাত হানতে পারেন।

গত নির্বাচনে ২৩২ ইলেকট্রোরাল ভোট পান ট্রাম্প, আর জো বাইডেন ৩০৬ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে হারার পর থেকেই নিজেকে জয়ী দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ