Search
Close this search box.

আগামী সপ্তাহে সাক্ষাৎ হচ্ছে শি-পুতিনের

আগামী সপ্তাহে সাক্ষাৎ হচ্ছে শি-পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক – কোভিড সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেশের বাইরে সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার রাষ্ট্রীয় সফরে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান যাচ্ছেন তিনি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

এর আগে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি চীনের রাজধানী বেইজিংয়ের দিয়াও ইউতাই স্টেট গেস্টহাউসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা নেতা শি জিনপিং আগামী সপ্তাহে উজবেকিস্তানে এক বৈঠকে বসবেন। সেখানে আঞ্চলিক শীর্ষ সম্মেলনকালে তাদের সাক্ষাত হওয়ার কথা রয়েছে। একজন রুশ কুটনীতিকের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়ছে রাশিয়ান সংবাদ মাধ্যম তাস।

চীনে রুশ রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ রুশ সংস্থাসমূহকে জানান, ১০ দিনেরও কম সময়ের মধ্যে আমাদের নেতৃবৃন্দ সমরখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন(এসসিও) শীর্ষ সম্মেলনে সাক্ষাত করবেন। করোনা মহামারি শুরুর পর এটি চীনা নেতার প্রথম বিদেশ সফর।

রুশ বার্তা সংস্থাকে চীনে অবস্থিত রাশিয়ার দূতাবাসের মুখপাত্র আন্দ্রে দেনিসোভ বলেন, ১০ দিনেরও কম সময়ের মধ্যে সমরকন্দে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন সামিটে আমাদের নেতাদের বৈঠক হবে। এই সম্মেলন ছাড়াও আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে অংশ নিতে পারেন পুতিন ও জিনপিং। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।

পশ্চিমারা যেমন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি দিতে চাইছে ঠিক তেমনি শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন উভয় নেতাই যুক্তরাষ্ট্রের বিরোধিতায় সরব। আর পশ্চিমা নিষেধাজ্ঞায় পিষ্ট রাশিয়া এখন চীন তথা এশিয়ার দিকে ঝুঁকছে। ফলে এই সফর ও বৈঠক চীনা প্রেসিডেন্টকে বিশ্ব রাজনীতিতে তার প্রভাব তুলে ধরার সুযোগ করে দেবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ