Search
Close this search box.

অস্ত্র উৎপাদনে সিরিয়ার সামরিক স্থাপনা ব্যবহার করছে ইরান- ইসরায়েল

ডেস্ক রিপোর্টার- অস্ত্র উৎপাদনে সিরিয়ার সামরিক স্থাপনা ব্যবহার করছে ইরান। এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গাটজ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন তিনি। জানান, ১০টির বেশি সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করেছে তেহরান।

বেনি গাটজ বলেন, সিরিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে ওই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ইরান। মধ্য ও দূরপাল্লার মিসাইল ও অন্যান্য অস্ত্র তৈরিতে কাঁচামাল নেয়ার প্রমাণ আছে। এসব অস্ত্র হিজবুল্লাহর কাছ যায়। কয়েক বছরের মধ্যে সিরিয়ায় ইরানের বিশাল অস্ত্র শিল্প গড়ে উঠবে। আর সন্ত্রাসবাদ ছড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ