Search
Close this search box.

ইউক্রেন যুদ্ধ- পুতিন ও এরদোয়ানের ফোনালাপ

পথে প্রান্তরে ডেস্ক- ইউক্রেনে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে তুরস্কের আগ্রহের কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুক্রবার পুতিনের সঙ্গে ফোনালাপে এরদোয়ান এই আগ্রহের কথা তুলে ধরেছেন। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, দুই নেতার ফোনালাপে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

পশ্চিমাদের সামরিক জোট তুরস্কের সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলমান সংঘাতে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে দেশটি। রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করলেও রুশ আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে সশস্ত্র ড্রোন দিয়ে সহযোগিতা করেছে তুরস্ক।

জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে জুলাই মাসে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে তুরস্ক। এই চুক্তির ফলে কৃষ্ণ সাগরের বন্দরে রাশিয়া অবরোধ প্রত্যাহার করে এবং ইউক্রেনীয় শস্য রফতানির সুযোগ তৈরি হয়। সাত মাস ধরে চলমান সংঘাতে এটিই এখন পর্যন্ত বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি।

রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক বেশ জটিল। জ্বালানি সরবরাহে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। কিন্তু সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে দেশ দুটি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ