আন্তর্জাতিক ডেস্ক- ইন্দোনেশিয়ায় ২৪০ জন আরোহীবাহী একটি নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি গন্তব্যে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে নৌযানটি। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
কেএম এক্সপ্রেস ক্যান্টিকা ৭৭ নামের নৌকাটি পূর্ব নুসা টেংগারা প্রদেশের কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিল। মাঝপথে এটিতে আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে।
নৌযানটির ২৪০ আরোহীর মধ্যে ২৩০ জন যাত্রী এবং বাকী ১০ জন ক্রু ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। এ সময় উদ্ধারকর্মী এবং আশেপাশে থাকা অন্যান্য জাহাজের উদ্ধারকারীরা মিলে ২২৬ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়।