Search
Close this search box.

ইমরান খানের দুই পায়ে ১৬টি আঘাতের চিহ্ন

ইমরান খানের দুই পায়ে ১৬টি আঘাতের চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক – পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে বৃহস্পতিবার এক সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই পায়েই গুলি লেগেছে। তার দুই পায়ে ১৬টি আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার জিন্নাহ হাসপাতাল প্রশাসনের বরাতে এ তথ্য জানায় জিও নিউজ।

চিকিৎসকদের বরাতে আলজাজিরা জানায়, হামলায় ইমরানসহ ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া এক পিটিআই কর্মী নিহত হয়েছেন। জিন্নাহ হাসপাতাল প্রশাসন জানায়, গুলিটি তার ডান পায়ে ঘষা লেগে বাঁ পায়ের হাড়ে আঘাত করে। পিটিআই প্রধানের দুই পায়ে ১৬টি আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইমরান খানকে শওকত খানম হাসপাতালে অচেতন অবস্থায় আনা হয়েছিল।

এর আগে ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিলেন তার চিকিৎসক ফয়সাল সুলতান। তিনি বলেন, লাহোরের শওকত খানম হাসপাতালে ইমরান খান চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন। এ ছাড়া শওকত খানম হাসপাতালে ইমরান খানের সঙ্গে দেখা করেন পাঞ্জাবের শিক্ষামন্ত্রী মুরাদ রাস। সাক্ষাতের পর তিনি জানান, পিটিআইপ্রধানের স্বাস্থ্য অনেকটা ভালো। মুরাদ রাস বলেন, ইমরান খানের স্বাস্থ্য অনেকটা ভালো। দেখা যাক চিকিৎসকরা কী বলেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শাহ মাহমুদ কুরেশি দাবি করেছেন, দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানতেন যে তাকে ‘সরিয়ে’ দেওয়ার পরিকল্পনা চলছে; কিন্তু তবুও তিনি লংমার্চ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুক্রবার সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুরেশি বলেন, ইমরান খানের কাছে তথ্য ছিল, তিনি হামলার শিকার হতে পারেন। এমনকি এও বলা হয়েছিল, তিনি যেন ওয়াজিরাবাদের দিকে না যান। শওকত খানম হাসপাতালে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন পাঞ্জাবের শিক্ষামন্ত্রী মুরাদ রাস। সাক্ষাতের পর তিনি জানান, পিটিআইপ্রধানের স্বাস্থ্য অনেকটা ভালো। ইসলামাবাদ অভিমুখে পিটিআইর লংমার্চ চলবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ