Search
Close this search box.

রাশিয়া-ইউক্রেন সমঝোতা চায় যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন সমঝোতা চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক – অনেক হয়েছে। আর নয় যুদ্ধ। এবার থামা যাক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারাবিশ্বে প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র এখন চায় যুদ্ধ থামুক। আর তাই সমঝোতা চায় যুক্তরাষ্ট্র।

ইউক্রেন যুদ্ধ নয় মাসে প্রবেশ করলেও শিগগিরই শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। অথচ এ যুদ্ধ নিয়ে ইতোমধ্যে সারা বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে। জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়ায় দেশে দেশে চলছে অসন্তোষ। রুশ হামলা মোকাবিলায় স্বয়ং ইউক্রেনেও আগের মতো উদ্যম নেই। এ অবস্থায় মস্কোর সঙ্গে সমঝোতার দরজা খোলা রাখতে গোপনে ইউক্রেনের কর্মকর্তাদের অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
ওয়াশিংটন পোস্টের বরাতে রাশিয়া টাইমস (আরটি) ও আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সম্প্রতি গোপনে অনুরোধ করেছেন, তারা যেন মস্কোর সঙ্গে আলোচনা বা সমঝোতার দরজা খোলা রাখেন। সমঝোতার জন্য ইউক্রেনের ওপর চাপ তৈরি করতে এটা করা হয়নি। বরং আন্তর্জাতিক মহল দীর্ঘস্থায়ী ইউক্রেন যুদ্ধকে কতটা সমর্থন করবে, তা সতর্কভাবে হিসাব করতে করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র পোস্টকে নিশ্চিত করেছেন, গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। এটা বিশ্বে উদ্বেগ তৈরি করেছে। বিশেষত ইউক্রেন যুদ্ধের অন্যতম সহযোগী ইউরোপ এটা ভালোভাবে নেয়নি। তা ছাড়া আফ্রিকা ও উত্তর আমেরিকার দেশগুলোও এতে আতঙ্ক বোধ করছে। কারণ, যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির দাম বাড়ায় সেখানে বেশ অস্থিরতা চলছে। এ অবস্থায় যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে, ইউক্রেনের পক্ষে বিশ্বের সমর্থন কমে যেতে পারে।

এক মার্কিন কর্মকর্তা পোস্টকে এও বলেছেন, যুদ্ধ নিয়ে ইউক্রেনের জনগণের মধ্যেও উদ্যমে ভাটা পড়ছে। শুরুতে যতটা উৎসাহ নিয়ে তারা রুশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগ্রহ দেখাত, বর্তমানে তা কমেছে। এদিকে পুতিনসহ রুশ কর্মকর্তারা সম্প্রতি বারবার আলোচনার আগ্রহের কথা জানিয়েছেন। পুতিন বলেছেন, কিয়েভের তরফে আলোচনার কোনো আগ্রহ না থাকলে, আমরা কার সঙ্গে সমঝোতা করব। এ অবস্থায় আমাদের অনুকূল পরিবেশ তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সপ্তাহে বলেছেন, ইউক্রেন সংকট সমাধানের আলোচনায় যুক্তরাষ্ট্রকেও অন্তর্ভুক্ত করতে হবে। পশ্চিমারা যেহেতু ইউক্রেনের অন্যতম সহাযোগী, তাই শুধু কিয়েভকে নিয়ে ইউক্রেনের কোনো শান্তি আলোচনা হতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ