আন্তর্জাতিক ডেস্ক – সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ঘোষনা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে ট্রাম্পের একজন সহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন।
মার্কিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করছি। আমি বিশ্বাস করি এই জাতি কী হতে পারে তার আসল গৌরব বিশ্ব এখনও দেখেনি। আমরা আবার আমেরিকাকে এক নম্বরে নিয়ে আসব।
আগে থেকেই ১৫ নভেম্বর এই ঘোষণার আভাস দিয়ে আসছিলেন তিনি। বলেছিলেন, এদিন বড় ঘোষণা আসছে। তবে কারোই বুঝতে বাকি ছিল না, ট্রাম্পের বড় ঘোষণা আসলে কি। অবশেষে ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট তার ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে সেই ঘোষণা দিলেন। এসময় সেখানে তার শত শত সমর্থকরা উপস্থিত ছিলেন। সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে।
যদিও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করতে পারেনি রিপাবলিকান পার্টি। এজন্য অনেকেই সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দুষছেন। এর মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের এক সহযোগী ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। ট্রাম্পের দাবি, রিপাবলিকান দল যদি দুই বছর পর হোয়াইট হাউসের দখল নিতে চায় তাহলে তারা অন্য কোনো রাজনীতিবিদ বা প্রার্থীকে নির্বাচিত করতে চাইবে না। প্রচারণায় নামার কথা জানিয়ে ট্রাম্প তার সমর্থকদের বলেন, এটি মোটেও তার প্রচারণা নয়, এটি হবে সকল মানুষের প্রচারণা।
এর আগে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তার তুলনায় এটি উল্লেখযোগ্য পরিবর্তন। যদিও মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার দায় নিজের কাঁধে নেননি ট্রাম্প। এ ব্যাপারে তিনি বলেছেন, আমাদের দেশ যে বেদনার মধ্য দিয়ে যাচ্ছে, তার সম্পূর্ণ মাত্রা ও চাপ এখনো উপলব্ধি করতে পারেননি ভোটাররা। ২০২৪ সালের ভোট হবে ‘অনেকটাই আলাদা’।
ট্রাম্প আরো বলেছেন, এখন থেকে ২০২৪ সালে নির্বাচনের দিন পর্যন্ত … আমি এমনভাবে লড়বো, যেভাবে কেউ কখনো লড়েনি। আমরা কট্টর বামপন্থি ডেমোক্র্যাটদের পরাজিত করবো; যারা আমাদের দেশকে ভেতর থেকে ধ্বংসের চেষ্টা করছে। সূত্র: গার্ডিয়ান।