Search
Close this search box.

গাজাবাসীকে ভাতে মারার ঘোষণা ইসরায়েলের

গাজায় ‘পুরোপুরি’ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এর ফলে সেখানে খাদ্য এবং জ্বালানিও পৌঁছানো যাবে না। খবর আল জাজিরা’র।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত সোমবার (৯ অক্টোবর) বলেছেন, হামাস অধিকৃত গাজায় ‘পুরোপুরি অবরোধ’ দেওয়া হবে। এতে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং খাদ্য ও জ্বালানি পরিবহন বন্ধ থাকবে।

নিজেদের এমন পদক্ষেপের সাফাই গেয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এটি ‘পশুত্বপূর্ণ জনগণের’ বিরুদ্ধে যুদ্ধেরই একটি অংশ।

ভিডিও বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা গাজায় পুরোপুরি অবরোধ দিচ্ছি। কোনো বিদ্যুৎ, খাবার, পানি, গ্যাস থাকবে না। গাজা এখন ২৩ লাখ বাসিন্দার ছিটমহল।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল।

প্রসঙ্গত, ২০০৭ সালে হামাস গাজার ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েল ও মিশর সেখানে বিভিন্ন ধরনের অবরোধ দিয়ে রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ