অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) জরুরি বৈঠক ডেকেছে সৌদি আরব। ৫৭ সদস্যের মুসলিম ব্লকের এই সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা গাজা ইস্যুতে আলোচনা করবেন। খবর টাইমস অব ইসরায়েল’র।
ওআইসি এক বিবৃতিতে বলেছে যে, বৈঠকটি গাজা এবং এর পরিবেশের ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতির পাশাপাশি বেসামরিক নাগরিকদের জীবন এবং এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করে এমন অবনতিশীল পরিস্থিতির বিষয়ে আলোচনা করা হবে।
আগামী বুধবার জেদ্দায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আট দিন ধরে চলমান এই সংঘাতে অন্তত ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ হাজার ৬৯৬ জন। আর ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩০০। আহত আছেন ৩ হাজার ৪০০ জন।