Search
Close this search box.

গাজায় ইসরায়েলের গণহত্যার সহযোগী যুক্তরাষ্ট্র : জাতিসংঘে ইরান

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রকে ‘দখলদার ইসরায়েল’কে সহযোগিতা করার অভিযোগ করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্র) ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে বলে ‘সন্ত্রাসী’। অথচ গাজায় যারা আত্মরক্ষার নামে গণহত্যা চালাচ্ছে তাদেরকে সহযোগিতা করে। কিন্তু হামাসের আত্মরক্ষার অধিকার আছে। আমির-আবদুল্লাহিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলি সরকারের হাতে তিন সপ্তাহেরও কম সময়ে প্রায় সাত হাজার বেসামরিক নাগরিককে হত্যার ঘটনা পর্যবেক্ষণ ও সমর্থন করছে। তারা এই সরকারকে সামরিক ও আর্থিকভাবে সহায়তা করে।

তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে শান্তি ও নিরাপত্তার জন্য কাজ করার পরামর্শ দিচ্ছি। নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধ নয়। গাজার জনগণের বিরুদ্ধে রকেট, ট্যাঙ্ক এবং বোমা প্রেরণ বন্ধ করুন। যুক্তরাষ্ট্রের উচিত গাজা ও ফিলিস্তিনে গণহত্যাকে সমর্থন করা বন্ধ করা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ