Search
Close this search box.

১৬ দিন পর মুক্ত বাতাসে সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকেরা

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ধসে পড়া সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকা পড়েন ৪১ শ্রমিক। মাটির নিচে অন্ধকারে আটকা পড়েছিলেন ১৬ দিন। ১৭তম দিন আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) উদ্ধার করা হয় তাদের। অবশেষে মুক্ত বাতাসে বেরিয়ে আসেন তারা। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যমটি বলছে, ১২ নভেম্বর থেকে সিল্কিয়া সুড়ঙ্গে ৪১ শ্রমিক আটকা পড়েন। আজ উদ্ধারকারীরা তাদের নিরাপদে সরিয়ে আনে। একে একে বের করে শ্রমিকদের গাঁদা ফুলের মালা পরানো হয়। তাদের স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং।

উত্তরাখন্ড রাজ্য সরকার এক বিবৃতিতে ৪১ জন শ্রমিকেরই মুক্তি পাওয়ার খবর জানিয়ে ‘গোটা দেশের জন্যই এ এক সুসংবাদ বলে প্রশংসা করেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আটকে পড়া শ্রমিক ও তাদের পরিবারের সাহস ও ধৈর্য এবং উদ্ধার কর্মীদের সাহসিকতা ও সংকল্পের প্রশংসা করেছেন।

নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম ও এক্সের এক পোস্টে লিখেছেন ‘উত্তরকাশীতে আমাদের শ্রমিক ভাইদের উদ্ধার অভিযানের সাফল্য সবাইকে আবেগপ্রবণ করে তুলছে। টানেলে আটকে পড়াদের আমি বলতে চাই যে আপনাদের সাহস এবং ধৈর্য সবাইকে অনুপ্রাণিত করছে। আমি আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।’ 

ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, আমাদের বন্ধুরা এখন তাদের প্রিয়জনের সঙ্গে দেখা করবে। এই চ্যালেঞ্জিং সময়ে এই পরিবারগুলি যে ধৈর্য এবং সাহস দেখিয়েছে তারি প্রশংসা না করলেই নয়।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ