দুর্ঘটনার কবলে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহরকে ধাক্কা দেয়।
তবে এতে কোন ক্ষতি হয়নি প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
এপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইডেন নিরাপদে আছেন এবং দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।
সিক্রেট সার্ভিস এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।