পাকিস্তানের দেরা ইসমায়েল খান শহরের চৌদান পুলিশ স্টেশনে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতের এই হামলায় প্রাণ হারিয়েছেন পুলিশের ১০ সদস্য। আহত হয়েছে আরও ছয়জন। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ঠিক তিন দিন আগে থানায় এই হামলার ঘটনা ঘটল।
হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেছে আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) নাসির মেহমুদ।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান হায়াত গান্দাপুর বলেন, থানাটির তিন দিক থেকে হামলা চালানো হয়। এতে অংশ নেয় ৩০ জঙ্গি। আড়াই ঘণ্টা ধরে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে স্বল্প সময়ের জন্য তারা থানার নিয়ন্ত্রণ নেয়।
দারবানের উপ-পুলিশ সুপার মালিক আনিস উল হাসান রয়টার্সকে বলেন, থানার ভবনে প্রবেশ করার পর সন্ত্রাসীরা গ্রেনেড ব্যবহার করে। এতে করে হতাহতের ঘটনা ঘটে।