Search
Close this search box.

কারাগারে মারা গেলেন পুতিন বিরোধী নেতা নাভালানি 

রাশিয়ার বিরোধীনেতা আলেক্সেই নাভালনি মারা গেছেন। ৪৭ বছর বয়সে ইয়ামালো-নেনেটস প্রদেশের কারাগারেই তিনি মারা গেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ১৯ বছরের সাজার বিপরীতে কারাগারটিতে ছিলেন নাভালনি। খবর আল-জাজিরার

এক বিবৃতিতে রুশ কারা কর্তৃপক্ষ জানায়, ‘হাঁটার পর নাভালনি অসুস্থ হয়ে পড়েন। স্বল্প সময়ের মধ্যেই জ্ঞান হারান তিনি। দ্রুত সেখানে চিকিৎসা কর্মীরা উপস্থিত হন ও অ্যাম্বুলেন্স ডাকেন। চিকিৎসকরা চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।’

তবে, কি কারণে নাভালনি মারা গেছেন সে বিষয়ে ওই বিবৃতিতে কিছু জানানো হয়নি। সেখানে বলা হয়, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নাভালানির মৃত্যুর বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

পুতিনবিরোধী নাভালনিকে যে কারাগারে রাখা হয়েছিল সেটি মস্কো থেকে এক হাজার ৯০০ কিলোমিটার (এক হাজার ২০০ মাইল) উত্তর-পূর্বে খার্পে অবস্থিত। আলাস্কার পার্শ্ববর্তী এই কারগারটি রাশিয়ার অন্যতম মারাত্মক জেল। গুরুত্বর অভিযোগে সাজাপ্রাপ্তদের এই কারাগারে রাখা হতো।

নাভালানির সহযোগী লেওনিড ভোলকোভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘রাশিয়ান কর্তৃপক্ষ একটি স্বীকারোক্তি প্রকাশ করেছে যে তারা কারাগারে নাভালনিকে হত্যা করেছে। এটি সত্য নয় তা নিশ্চিত করার বা প্রমাণ করার কোনো উপায় আমাদের কাছে নেই।’

২০২১ সালের জানুয়ারিতে জার্মানি থেকে নাভালানিকে রাশিয়ায় ফেরত আনা হয়। এর আগে তাকে বিষপ্রয়োগ করা হয়। এর জন্য রাশিয়ার গুপ্তচরদের দিকেই আঙুল তুলেন তিনি। দেশে ফেরার পর থেকেই কারাগারে বন্দি ছিলেন তিনি।

গ্রেপ্তার হওয়ার আগে নোভালানি দুর্নীতির বিরুদ্ধে প্রচারাভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। ক্রেমলিন বিরোধী বড় বড় বিক্ষোভের আয়োজন করেছিলেন। এমনকি, ইউক্রেন আগ্রাসনের বিপক্ষে সরব ছিলেন পুতিনের এই কট্টর সমালোচক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ