Search
Close this search box.

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে মোদিকে ৬৮ সাংসদের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফাতারি ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছে বাংলাদেশ। এরই মাঝে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ইস্যুতে চিঠি লিখেছেন কয়েকজন সাংসদ, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত আইএএস এবং আইপিএস অফিসাররা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মোট ৬৮ জন এই নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছেন। চিন্ময় দাসের গ্রেফতারি ছাড়াও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে।

এই পরিস্থিতিতে ভারত সরকারের কাছে তাদের আবেদন, বাংলাদেশি সংখ্যালঘুদের রক্ষা করার বিষয়টি নিশ্চিত করতে ভারত সরকার যেন পদক্ষেপ নেয়। এ ছাড়াও চিন্ময় দাসসহ বাকি ধর্মীয় নেতাদের মুক্তির বিষয়টিও যাতে নিশ্চিত করা হয়।

এর পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের চাকরি এবং সম্পত্তির অধিকার যাতে খর্ব না হয়, সেদিকটাও দেখার জন্যে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে। বাংলাদেশি সংখ্যালঘু নারীরাও যেনো বিচার পান, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যে আবেদন জানানো হয়েছে।

এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে যাতে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেই নিয়ে ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিশিষ্টজনদের সেই চিঠিতে। এ ছাড়া ভারত যাতে কূটনৈতিকভাবে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে তারও আবেদন করা হয়েছে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়টি উত্থাপনেরও আর্জি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ