ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মাধ্যমে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই চুক্তির মাধ্যমে বেসামরিক ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিরা তাদের বাসভূমিতে ফিরে যেতে সক্ষম হবেন। হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার এই তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েল।
কাতার সোমবার (২৭ জানুয়ারি) সকালে জানায়, এক ইসরায়েলি বেসামরিক বন্দির মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কাতারের একটি বিবৃতিতে বলা হয়েছে, হামাস বেসামরিক বন্দি আরবেল ইয়াহুদ এবং আরও দুই বন্দিকে আগামী শুক্রবারের আগেই মুক্তি দেবে। এর পাশাপাশি, ইসরায়েলি কর্তৃপক্ষ আজ থেকে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দি মুক্তির মধ্যে ইসরায়েলি সেনা আগাম বার্গারও অন্তর্ভুক্ত থাকবেন। তাকে আগামী বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে। এ ছাড়া নিশ্চিত করা হয়েছে যে, ফিলিস্তিনিরা আজ সকাল ৭টা থেকে হেঁটে এবং ৯টা থেকে গাড়িতে করে উত্তর গাজায় যেতে পারবেন।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েল দাবি করেছিল যে, ইয়াহুদকে শনিবার মুক্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না হওয়ায় প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছিল। হামাস অভিযোগ করেছে যে, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে।
নতুন এই সমঝোতা ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির কার্যকারিতা ধরে রাখতে সহায়তা করবে। ১৫ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং প্রায় সব বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে। ইসরায়েল পূর্বে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার পথে বাধা সৃষ্টি করছিল, তবে এখন তা শিথিল করা হয়েছে।
এই সমঝোতা উভয়পক্ষের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতার দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।