বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন নিয়ে ক্রিকেট অঙ্গনে উত্তেজনা চলছে। বিসিবিতে ঢাকার ক্লাবগুলোর প্রাধান্য বরাবরই বেশি। বিসিবির মোট কাউন্সিলরদের মধ্যে ৭৬ জনই ঢাকার প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্লাবের প্রতিনিধিদের নিয়ে গঠিত।
এছাড়া, বিসিবির সর্বশেষ ২৫ সদস্যের পরিচালক পর্ষদেও ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন পরিচালক ছিলেন। তবে, নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে গঠিত গঠনতন্ত্র সংশোধন কমিটি এই সংখ্যা কমানোর প্রস্তাব করে ক্লাবগুলোর বিরাগভাজন হয়েছে।
এছাড়া, ওই গঠনতন্ত্র সংশোধন না হওয়া পর্যন্ত ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ না খেলার সিদ্ধান্তও নেয় ক্লাবগুলো। গত ২০ জানুয়ারি থেকে ঢাকা প্রথম বিভাগ লিগ শুরুর কথা ছিল।
এদিকে, আজ ২৫ জানুয়ারি বিসিবি সভায় ক্লাবগুলোর দাবি ও আল্টিমেটাম নিয়ে আলোচনা হয়েছে। বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক মাহবুব আনাম সাংবাদিকদের জানান, ‘গঠনতন্ত্র সংশোধন কমিটি পরিবর্তন ও পরিবর্ধন হবে। আগের কমিটি কোনো পরিবর্তন জমা দেয়নি বোর্ডে। বাইরে যে পরিবর্তন আলোচিত হয়েছে, তার অনেকটাই অসত্য। বোর্ড মনে করেছে, আরেকটু স্বচ্ছতা প্রয়োজন।’
উল্লেখ্য, নাজমুল আবেদিন ফাহিম বর্তমানে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন। তাই তিনি আজকের বোর্ড সভায় উপস্থিত ছিলেন না।
এ প্রসঙ্গে বিসিবি পরিচালক মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, ‘নাজমুল আবেদিন থাকলে ভালো হতো। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে উপস্থিত থাকা তিনি হয়তো গুরুত্বপূর্ণ মনে করেছেন।’
গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে মাহবুব আনাম আরও জানান, ‘সংশোধন কমিটি নিয়মতান্ত্রিকভাবে হবে এবং সকল স্টেকহোল্ডার থাকবে। সবাই যেন প্রপারলি ইনক্লুডেড হয়, এজন্যই পরিবর্তন, পরিবর্ধন হবে।’