আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের তায়াসির শহরে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া গুলিতে আহত হয়েছেন ইসরায়েলি আরও ৮ সেনা। মঙ্গলবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসির এলাকায় গুলিতে ইসরায়েলি সৈন্য হতাহতের এই ঘটনা ঘটেছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, দখলকৃত পশ্চিম তীরে সৈন্যদের ওপর গুলি চালিয়েছেন এক বন্দুকধারী। এতে ইসরায়েলি দুই সেনা নিহত ও আটজন আহত হয়েছেন। তায়াসিরের একটি তল্লাশি চৌকির কাছে অতর্কিত গুলি চালানো বন্দুকধারীকেও ইসরায়েলি সৈন্যরা হত্যা করেছেন।
গুলিতে আহত দুই সৈন্যের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন হালকা জখম হয়েছেন বলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।
পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসিরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। উপত্যকার জেনিন, তুলকরাম ও অন্যান্য স্থানে ইসরায়েলি অভিযান ঘিরে তীব্র উত্তেজনার মাঝে তায়াসিরে গুলিতে সৈন্য হতাহত হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, তায়াসিরে ইসরায়েলি সৈন্যদের ওপর গুলি চালানো হামলাকারীর কাছে এম-১৬ স্বয়ংক্রিয় রাইফেল ছিল। সেখানকার একটি বাঙ্কার থেকে বেরিয়ে আসা একজন সৈন্যকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান হামলাকারী। অন্য সৈন্যদের লক্ষ্য করেও গুলি ছোড়েন তিনি।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এ সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে বেসামরিক নাগরিক-সহ অন্তত কয়েকশ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীর ও ইসরায়েলে ফিলিস্তিনিদের হামলায় কয়েক ডজন ইসরায়েলিও নিহত হয়েছেন।