বর্তমান সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করেছিল, তেমনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের যদি দলীয়করণ করেন তাহলে তাদের অবমূল্যায়ন করা হবে।
শনিবার (২১ জুন) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে ডা. জাহিদ বলেন, ৫ আগস্টের পর জনগণ আপনাদের দায়িত্বে বসিয়েছে দেশে সুষ্ঠু নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজন, বিচারালয়, প্রসাশন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেবেন। জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেবেন।
তিনি বলেন, আমরা আবারও বলতে চাই দ্রততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে।
সংগঠনের আহ্বায়কসৈয়দ আব্দুল আহমেদের সভাপতিত্বে সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।