স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে আওয়ামী লীগ ও দলটির নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শোক প্রকাশ করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনও শোক প্রকাশ করেন। মন্ত্রিপরিষদের সদস্যরাও শোক প্রকাশ করেন।
এক শোক বিবৃতিতে শ্রী মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি মুকুল বোসের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শোকাহত হন। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এক শোকবার্তায় বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ মুকুল বোসকে ২০১৭ সালের ১ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়। এর আগে তিনি দলটির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা হিসেবে তিনি সবসময় জনকল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যুতে এদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। কামাল আহমেদ মজুমদার এমপি মুকুল বোস এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এক শোক বার্তায় তিনি প্রয়াত মুকুল বোসের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এক শোকবার্তায় তিনি মুকুল বোসের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মোকতাদির চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি ছিলেন আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ও ছাত্রলীগের সহকর্মী। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ‘৭৫’ পরবর্তী সকল আন্দোলন-সংগ্রামে আমরা একসঙ্গে নেতৃত্ব দিয়েছি। তাঁর মৃত্যুর সংবাদ আমাকে গভীরভাবে শোকাহত করেছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মুকুল বোসের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও মন্ত্রিপরিষদের সদস্যরাও শোক প্রকাশ করেন।