Search
Close this search box.

গাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

গাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার \ গাড়ি চুড়ির আটচল্লিাশ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা ইউনিট। এসময় চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করেছে পিবিআই সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জেলার শিলারচর গ্রামের মৃত জব্বার বেপারীর ছেলে মামুনুর রশিদ (৩৬) এবং লক্ষ্মীপুর জেলার থানার মৃত ফজল আহম্মেদ এর ছেলে মোজাম্মেল হোসেন (৪৫)। মোহাম্মদপুরের তিন রাস্তা এবং চাঁদ উদ্যান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জ থানার পুরাতন ভাড়ালিয়ার কামাল মিয়ার ভাড়া বাসা থেকে একটি নিশান প্রাইভেট কার চুরি হয়। এ ঘটনায় গাড়ির মালিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে। পাশাপাশি মামলাটি পিবিআই এর সিডিউলভুক্ত মামলা হওয়ায় তদন্ত কার্যক্রম শুরু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালেহ ইমরান জানান, দায়িত্ব পাওয়ার পর আমরা একটি সিসিটিভি ফুটেজ পাই। সেই ফুটেজের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায়  নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে মামুন এবং মোজাম্মেল হোসেন নামে দুইজন কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে  তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদরের মারিয়া ইপিজেড এলাকা থেকে চুড়ি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামীরা বিভিন্ন নেটওয়ার্ক টাওয়ার থেকে ব্যাটারী এবং দোকান এর তালা কেটে মালামাল চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই অপর সদস্যের গ্রেফতারের প্রকৃয়া অব্যাহত আছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ