Search
Close this search box.

সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পলেন ৮ জন

প্রকল্পের প্রকল্প পরিচালক, উপ-পরিচালকরাসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার \ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আটজন কর্মকর্তা।

রোববার সকালে ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে সহকারী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন, মো. শারফুল আহসান ভূঞা, মো. আনোয়ারুল হক, মো. আমিরুল ইসলাম সরকার, ফরিদ আহমেদ, মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া, মো. ইকবাল বাহার বুলবুল, কাজী নজমুজ্জামান ও মো. মাসুদ সরদার।

পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিমের সভাপতিত্বে ‌র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফায়ার সার্ভিসের মো. মাইন উদ্দিন বলেন, পদোন্নতি শুধু সম্মান, সুবিধা আর র‌্যাংক বৃদ্ধি করে না, এর মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করব, সবাই তাদের নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ সততা ও স্বচ্ছতার সাথে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।

সভাপতির বক্তব্যে লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, অধিদপ্তরের মহাপরিচালকের আন্তরিক উদ্যোগ আর সঠিক নির্দেশনায় আমরা স্বল্পতম সময়ের মধ্যে এ পদোন্নতি দিতে পেরে আনন্দিত। মহাপরিচালককে কৃতজ্ঞতা জানাই।

র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সহকারী পরিচালক (পরিকল্পনা কোষ) মো. ইকবাল বাহার বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, উপ-পরিচালকরাসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ