Search
Close this search box.

কৃষিখাতে বাংলাদেশ ও ব্রাজিলের একসাথে কাজ করার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ব্রাজিল সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম রাজধানী ব্রাসিলিয়ায় ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি ব্রাসিলিয়ার বোটানিক্যাল গার্ডেনে (Jardim Botanico) একটি অমলতাস বৃক্ষ রোপণ করেন। ব্রাসিলিয়ার বোটানিক্যাল গার্ডেনের পরিচালক মিস অ্যালিনি, ফেডারেল ডিসট্রিক্ট গভর্নরের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের প্রধান মিস রেনাটা জুকিম এবং ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিন ও দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান জনাব রবের্তো গৈদানিচ ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সাদিয়া ফয়জুননেসা এই বৃক্ষ রোপণের সময় উপস্থিত ছিলেন।

ব্রাজিলের জনপ্রিয় টিভি চ্যানেল Agro+ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার গ্রহন করে। এক প্রশ্নের জবাবে, প্রতিমন্ত্রী বর্তমান সরকারের অধীনে বিগত এক দশকের বেশি সময়ে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে সম্যক ধারনা দেন। সাক্ষাতকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য ব্লক মার্কসুরের (Mercosur) সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের অন্তর্ভুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি দুই দেশের কৃষিক্ষেত্র ও ভাষা শিক্ষায় সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। তিনি বর্তমান সরকার কতৃক সৃষ্ট আকর্ষণীয় বিনিয়োগের সুযোগসমুহ উল্লেখ করে ব্রাজিলের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। তিনি ব্রাজিলে বাংলাদেশের বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম করার নির্দেশনা প্রদান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী একই দিনে ব্রাজিলের কৃষি উপমন্ত্রী জনাব মার্সিও এলি আলমেইদা লিয়ান্দ্রো-এর সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ব্রাজিল-বাংলাদেশ কৃষি সহযোগিতা, বিশেষ করে প্রযুক্তি হস্তান্তর বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ব্রাজিল হতে আরও অধিক পরিমানে সয়াবিন ও চিনি আমদানির সাম্ভব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে কৃষি উপমন্ত্রী মার্সিও লিয়ান্দ্রো দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে অধিকতর যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে পণ্য বহুমুখীকরনের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

দিনের শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাজিলের কেন্দ্রীয় বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা এপ্যাক্স ব্রাজিল আয়োজিত গোলটেবিল বৈঠকে মিলিত হন। এফবিসিসিআইর সভাপতি জনাব জসীম উদ্দিন ও ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের প্রতিনিধিবৃন্দ এই গোলটেবিল বৈঠকে অংশ নেন। উক্ত গোল টেবিল বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার আমদানির-রপ্তানি এবং বিনিয়োগের সমস্যা ও সম্ভবনা এবং বাণিজ্য বহুমুখীকরণ নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে ব্রাজিলের ব্যবসায়ীগণের মধ্যে বাংলাদেশে অধিকতর বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে অভাবনীয় আগ্রহ পরিলক্ষিত হয়েছে। উক্ত গোলটেবিল বৈঠকে ব্রাজিলের ‘পণ্য বানিজ্যিকিকরন প্রতিষ্ঠান’ সমুহ হতে ABIEC (গবাধি পশু), ABPA (পোল্ট্রি), ABIT (তৈরি পোশাক), ABRAPA (তুলা), BSCA (কফি),ABICAB (চকলেট)-এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলমের এই সফর বাংলাদেশ-ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ