স্টাফ রিপোর্টার \ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে আজ মঙ্গলবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮টি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ। এ সময় ডিএমপি কমিশনার জনাব মোহাঃ শফিকুল ইসলাম গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আসাদুজ্জামান কে শ্রেষ্ঠ অপরাধ বিভাগের পুরস্কার স্বরুপ শুভেচ্ছা উপহার তুলে দেন।
গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার গুলশান বিভাগের এ অর্জনে, বিভাগের সকল অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন একইসাথে এটি টিম গুলশানের সম্মিলিত অর্জন বলে তিনি উল্লেখ করেন।
পুরস্কারপ্রাপ্ত অন্যান্য বিভাগ ছাড়াও এই অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, বিপিএম(বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।