Search
Close this search box.

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ! ভুয়া পুলিশ গ্রেফতার

স্টাফ রিপোটার \ রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবীর অভিযোগে একজন ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর দারুস সালাম থানা পুলিশ।

পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম খন্দকার মোস্তাফিজুর রহমান। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা থানার হাবাসপুর গ্রামে। তিনি ঢাকায় কাফরুলের বাইশটেক এলাকায় বসবাস করতেন।

ভিকটিমের অভিযোগের সূত্রধরে দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, সোমবার প্রাইভেট কোম্পানিতে কর্মরত জনৈক এক ব্যক্তি রাত পৌনে নয় টায় মিরপুর-১ এ রাস্তার উপর দাঁড়িয়ে থাকাকালীন এক ব্যক্তি মোটর সাইকেলে এসে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তার কাছে থাকা ব্যাগটি দাবী করেন। তিনি ব্যাগ দিতে অস্বীকার করলে বিভিন্ন প্রকার ভয় দেখায় এবং ৫ হাজার টাকা দাবী করেন। তখন ভিকটিমের চিৎকারে স্থানীয় জনসাধারণ এগিয়ে এসে তাকে ঘিরে রাখেন। পরবর্তী সময়ে টহল পুলিশ এসে মোস্তাফিজুর নামের ওই ব্যক্তিকে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃতের হেফাজত থেকে রেজিস্ট্রেশন বিহীন একটি কালো রঙের অ্যাপাসি আরটিআর মোটর সাইকেল যার চেসিস নং-PS634KE46L1121762 ও ইঞ্জিন নং- OE4NK2601977 উদ্ধার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ ও শেরেবাংলা নগর থানায় আরও দুটি মামলা রয়েছে। আর এবার ভুয়া পুলিশ পরিচয়ে গ্রেফতার হওয়ায় আরও একটি মামলা যুক্ত হলো।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ