Search
Close this search box.

এসএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে হলে আসার অনুরোধ ডিএমপির

স্টাফ রিপোর্টার- বিআরটি প্রকল্পের চলমান কাজ এবং ভারি বৃষ্টিপাতের কারণে এসএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ করা হয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।

ট্রাফিক উত্তরা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গাজীপুর টঙ্গি এলাকায় বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় এবং বর্তমানে ভারি বৃষ্টিপাতের কারণে টঙ্গি স্টেশন রোড, মুনুগেট, মিলগেট, চেরাগআলীসহ গাজীপুরের মূল সড়কের অনেক স্থানে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যার ফলে স্বাভাবিক যান চলাচল ব্যহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে বিমানবন্দর এলাকায় চলমান বিআরটি প্রকল্পের কাজের জন্য তিন লেনের গাড়ি চলাচল বন্ধ থাকায় এবং বৈরি আবহাওয়ার কারণে সড়কে প্রায়শঃই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এক্ষেত্রে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি/ সমমানের পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করার জন্য অনুরোধ করা হলো।

বিমানবন্দরগামী যাত্রীদের লা মেরিডিয়ান হোটেল/কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাম লেন ব্যবহার করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ