Search
Close this search box.

রনির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

স্টাফ রিপোর্টার- গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মেডিকেল বোর্ডের সদস্য ১৩ জন। রবিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

এস এম আইউব হোসেন বলেন, বার্ন ইউনিটের পরিচালক মো. আবুল কালামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিকেলের রিসপেরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুজন চিকিৎসককেও রাখা হয়েছে।

এস এম আইউব হোসেন বলেন, আবু হেনা রনির কোভিড টেস্টে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে। এরপর তাঁর আরও কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। তাঁর রক্ত পরীক্ষায় প্লাটিলেটও কম দেখা গেছে। সেই প্রতিবেদনগুলো আজকে বোর্ডের সভায় পর্যবেক্ষণ করা হবে।

এ রকম দুর্ঘটনায় দগ্ধ রোগীদের মাল্টি অরগ্যানে সমস্যা হয়। কাজেই কমপক্ষে সাত দিনের আগে তাঁর অবস্থা সম্পর্কে সুনিশ্চিতভাবে কিছুই বলা যায় না। তবু গত দুই দিনের মতো আজকে তাঁর অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকেসহ পুলিশ সদস্য জিল্লুর রহমানকে হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় আবু হেনা রনি সহ আরও চার জন দগ্ধ হন। তাদের মধ্যে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়।

মঞ্চের পাশে ওড়ানোর জন্য রাখা গ্যাস বেলুন বিস্ফোরণ ঘটে এ দূর্ঘটনা ঘটে। উদ্বোধন মঞ্চের পেছনে সবগুলো বেলুনই বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে যায়।

আবু হেনা রনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এ বিজয়ী হন।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ