স্টাফ রির্পোটার- বিএনপি এখনো পাকিস্তানপন্থী রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা এবং সন্তান ও প্রজন্মের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
টেলিযোগাযোগমন্ত্রী বলেন, এই ধারা শুরু করেছিলেন জিয়াউর রহমান। আর বিএনপি এখনো সেই ধারা বজায় রেখেছে।’ রাজনীতির এই ধারা ভালো নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে আর বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে শিল্পায়ন ও ডিজিটালাইজেশন হয়েছে বললেও মন্তব্য করেন তিনি।
প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তরুণ প্রজন্মকেই তা বাস্তবায়ন করতে হবে।
সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক বলেন, ধর্মের নামে এখনো নানা রকম সাম্প্রদায়িকতার বিস্তার হচ্ছে। নতুন প্রজন্মকেই এই সাম্প্রদায়িকতার বিস্তার ঠেকাতে হবে।