Search
Close this search box.

শেষ হলো ট্যুরিস্ট পুলিশের প্রি ডেভেলপমেন্ট কোর্স

স্টাফ রিপোর্টার- সনদ প্রদানের মাধ্যমে শেষ হলো ট্যুরিস্ট পুলিশের প্রি ডেভেলপমেন্ট (ওরিয়েন্টেশন) কোর্স।

বৃহস্পতিবার ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে  অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ট্যুরিস্ট পুলিশ ঢাকার ডিআইজি ইলিয়াছ শরীফ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার সহ ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ এর বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় বক্তারা পর্যটকদের সেবার মান বৃদ্ধিতে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের প্রশিক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন।

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন,পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি করা,সেবার ধরন পরিবর্তন,আচরনগত পরিবর্তন সহ সকল ক্ষেত্রে প্রশিক্ষণের গুরত্ব অপরিসীম।

এরপর ট্যুরিস্ট পুলিশ প্রধান প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ