Search
Close this search box.

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার- রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফিট এলাকায় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রবিবার সকাল থেকে ডিএনসিসি’র অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবেদ আলী এবং ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আগারগাঁও হতে গ্রামীণ ব্যাংক পর্যন্ত ৬০ ফুট প্রশস্থ সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন ডিএনসিসি’র মালিকানাধীন ভূমির অবৈধ দখল অপসারণ করা হয়। এসময় ৬০ফিট এলাকায় রাস্তার দুইপাশে দীর্ঘদিন ধরে থাকা মোট ১২-১৪ টি দোকান এবং দোকানের সম্মুখভাগ উচ্ছেদপূর্বক রাস্তা উদ্ধার করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসমাইল মোল্লা।

উল্লেখ্য, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত সুবিধা নিশ্চিত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ