স্টাফ রিপোর্টার- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, বিজয়ের মাসে আরেকটি যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের ভলিবল। এ খেলা গ্রামীণ ঐতিহ্যের খেলা। হারিয়ে যাওয়া এ খেলাকে ফিরিয়ে আনতে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য।
আগামী ২২ থেকে ২৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান মেনস সেন্ট্রাল জোন যুব ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২। টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার নগর ভবনের হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি মোঃআতিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় টুর্নামেন্টের অফিসিয়াল লোগো ও ট্রফি উন্মোচন করেন ডিএনসিসি মেয়র মোঃআতিকুল ইসলাম। টুর্নামেন্টে এশিয়ার মোট ৪ টি দেশ অংশগ্রহণ নিচ্ছে। দেশগুলো হল বাংলাদেশ, নেপাল, কিরগিস্থান, শ্রীলঙ্কা।
ডিএনসিসি মেয়র বলেন, আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী খেলা প্রেমী এটা দেশের জন্য সৌভাগ্যের। ইতিমধ্যে ভলিবলে কাতার ইরাক কিংবা চায়নার মতো দেশকে হারিয়েছে এ দেশের ভলিবল খেলোয়াররা। বর্তমানে ভলিবলে এশিয়ার মধ্যে বাংলাদেশ ৫ম স্থানে রয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের প্লেয়ারদের ইরাকে প্রশিক্ষনের ব্যবস্থা করেছি। তাদের প্র্যাকটিসের ব্যবস্থা করেছি। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে আমাদের খেলাকে চলমান রাখতেই হবে।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে খেলার সমৃদ্ধি আনলে জাতীয় পর্যায়ে সমৃদ্ধি আসবে আবার জাতীয় সমৃদ্ধি আসলে আন্তর্জাতিক পর্যায়ে সমৃদ্ধি আসবেই। এজন্য আমরা স্থানীয় পর্যায় থেকেই স্কুল ভলিবলের আয়োজন করতে যাচ্ছি। সেখান থেকেই তরুন খেলোয়ারদের বাছাই করে জাতীয় পর্যায়ে তুলে আনা সম্ভব হবে। স্কুল পর্যায়ে ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্যই আলাদা আলাদা আয়োজন থাকবে। কেননা আমাদের ছেলেরা যা পারেনি মেয়েরা কিন্তু তা করে দেখিয়েছে। এখন কোন সেক্টরেই মেয়েরা পিছিয়ে নেই।
মেয়র আরও বলেন আগামী ২৭ ডিসেম্বর থেকে “বিচ ভলিবল” টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে কক্সবাজারে। সেখানে আমরা যদি সাকসেসফুল হতে পারি আগামী ২০২৩-এর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অলিম্পিক বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে কক্সবাজারে। ২০ থেকে ২৫ টি দল আসবে বাছাই পর্বের খেলায় অংশগ্রহন করতে। এটি আমি মনে করি বাংলাদেশের জন্য নতুন একটি দুয়ার উন্মোচন হবে।
তরুন প্রজন্মের রাজনীতির পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই মন্তব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, মাদকমুক্ত সুন্দর একটি সমাজ গড়তে তরুণদের খেলার প্রতি আগ্রহী হবার আহবান জানান ।