Search
Close this search box.

কুমিল্লায় অভিযান চালিয়ে আশি কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার- প্রায় চল্লিশ লক্ষ টাকা মূল্যের আশি কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) । এসময় ঢাকা-কুমিল্লা ভিত্তিক পাচারকারী চক্রের মূলহোতা মোঃ জসিম (৪৫) গ্রেপ্তার করাে হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় অধিদপ্তরের  সূত্রাপুর, মতিঝিল ও খিলগাঁও সার্কেলের একটি বিশেষ যৌথ টিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন গোপালনগর গ্রামে সোমবার দুপুরে অভিযান চালায়। অভিযানে ৮০ (আশি) কেজি গাঁজাসহ ঢাকা-কুমিল্লা ভিত্তিক পাচারকারী চক্রের মূলহোতা মোঃ জসিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, বিগত কয়েক মাসে উদ্ধারকৃত গাজার মূলহোতাকে আটকের লক্ষ্যে গোপন সংবাদদাতাদের দেয়া তথ্য যাচাই করে কুমিল্লা-ভিত্তিক একটি মাদক পাচারকারী চক্রের সন্ধান পাওয়া যায়। ক্রেতা সেজে ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর আভিযানিক দল সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গোপালনগর ৯নং ওয়ার্ডে আসামী মোঃ জসিম (৪৫) এর বাড়িতে পৌঁছে তার বসতঘরের ভিতর ২০টি পোটলায় ৪ কেজি করে মোট ৮০ (আশি) কেজি গাঁজা উদ্ধার করে আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ জসিম (৪৫) জানায়, ২০১০ সাল থেকে গাঁজা পাচারের সাথে জড়িত। গাঁজা ছাড়াও সে বাংলাদেশ-ভারতের চৌদ্দগ্রাম ও সোনাপুর সীমান্ত থেকে গাঁজাসহ অন্যান্য দ্রব্যাদি পাচারের সাথে যুক্ত। ইতোপূর্বে ০৫ বার আইন-প্রয়োগকারী সংস্থার কাছে গ্রেপ্তার হয়, সর্বশেষ জামিনে বের হয়ে নতুন করে সংগবদ্ধ হয়ে ঢাকায় গাঁজা পাচারের চক্র গড়ে তোলে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় চৌদ্দগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ