Search
Close this search box.
৭১’রে আত্মসমর্পণের ছবি টুইট

পাকিস্তানকে কঠোর হুশিয়ারী দিল তালেবানের শীর্ষস্থানীয় নেতা

স্টাফ রিপোর্টার- ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ৯৩ হাজার সৈন্য নিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায়  ভারতীয় ‍মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। আত্মসমর্পণের দলিলে জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজির সই করার দৃশ্যটি রীতিমতো ঐতিহাসিক। সম্প্রতি একাত্তরে পাকিস্তানিদের আত্মসমর্পণের সেই ছবি টুইট করে পাকিস্তানকে ব্যঙ্গ করেছে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তালেবানের শীর্ষস্থানীয় নেতা আহমদ ইয়াসির নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আফগানিস্তানে নাক গলাতে এলে পাকিস্তানকে আবারও সেই একাত্তরের মতোই লজ্জাজনক পরিণতির মুখোমুখি হতে হবে।” পাশাপাশি আফগানিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানাগুলোয় পাকিস্তানের সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক (স্বরাষ্ট্র) মন্ত্রী রানা সানাউল্লাহর ইঙ্গিতসূচক মন্তব্যের জবাবও দেন।

পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক (স্বরাষ্ট্র) মন্ত্রী রানা সানাউল্লাহ কয়েকদিন আগে বলেছিলেন, আফগানিস্তানের ভেতর তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) যেসব শিবির বা ডেরা আছে, পাকিস্তান সে দেশে ঢুকে ওগুলোর ওপর হামলা চালানোর কথা ভাবছে।

সেই মন্তব্যের জবাবে তালেবানের শীর্ষস্থানীয় নেতা আহমদ ইয়াসির টুইট করেন, “পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী স্যার! এক্সিলেন্ট! পাকিস্তান কিন্তু তুরস্ক না যে সিরিয়ার ভেতরে ঢুকে কুর্দিদের ওপর হামলা চালাতে পারবেন। এটা হলো আফগানিস্তান। বহু বড় বড় গর্বিত সাম্রাজ্যের বধ্যভূমি এটা, তাদের কবর এখানেই রচিত হয়েছে। আমাদের ওপর সেনা অভিযান চালানোর কথা ভুলেও ভাববেন না, নাহলে বাংলাদেশের সঙ্গে আপনাদের যে সামরিক সমঝোতা করতে হয়েছিল, তারই লজ্জাজনক পুনরাবৃত্তি অবধারিত!”

মূলত পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক (স্বরাষ্ট্র) মন্ত্রী রানা সানাউল্লাহর মন্তব্যের জবাবেই তালেবানরা বুঝিয়ে দিলো, আফগানিস্তানে তারা কাউকে হামলা করতে দেবে না।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ