Search
Close this search box.

দুর্নীতিবাজদের কাছে সোনার দেশের ক্ষমতার মঞ্চ ফিরিয়ে দেয়া হবে না –ও. কাদের

স্টাফ রিপোর্টার- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক, জঙ্গিবাদি শক্তি মাঠে নেমেছে। এদেরকে পরাজিত করতে হবে। দুর্নীতিবাজদের কাছে সোনার দেশের ক্ষমতার মঞ্চ ফিরিয়ে দিব এটা হতে পারে না, হতে দিব না।

মঙ্গলবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন কাদের। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের কাছে অবশ্যই আমাদের অঙ্গীকার আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতেই হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের আদর্শ রাষ্ট্র গড়তে হবে। আইডিয়াল স্টেট গড়তে হবে। মুক্তির কান্ডারি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। সেটাই আমাদের শপথ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিলেন। শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করছেন। বাংলাদেশেকে উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নে সারাবিশ্বের বিস্ময়। আমাদের রিজার্ভ স্থিতিশীল আছে। মূল্যস্ফীতি ৮ এর নিচে আছে। আমরা গর্ব করে বলতে পারি যে উন্নয়ন অভিযাত্রা শুরু হয়েছে। আমরা আরও এগিয়ে যাবো। মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার। বাংলাদেশে এখন পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। ২০২৬ সালে ৪ হাজার ডলারে উন্নীত হবে।

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, যারা বাংলার সহস্র জননির বুক খালি করেছে। যারা বাংলার শত শত মায়ের বুক খালি করেছে। বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত পুরস্কৃত করেছে, কুখ্যাত ইনডেমনিটি জারি করেছিল। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, জাতীয় চার নেতাকে হত্যা করেছিল, এই বাংলায় শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল, আমরা তাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি না। তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারি না।

বিএনপি সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা এদেশে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছিল। যারা এ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তারেক রহমান অর্থপাচারের কারণে ৭ বছরের দণ্ড নিয়ে ব্রিটেনে অবস্থান করছে। জঙ্গিবাদ সৃষ্টি করেছে।

দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, গেট রেডি। প্রস্তুত হোন। সামনে নির্বাচন। ইনশাআল্লাহ, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র ভেদ করে এগিয়ে যাব। বিজয়ের সোনালি বন্দরে নৌকার বিজয়ের অভিযাত্রা শেষ করবো।

উল্লেখ্য, বাঙালির নেতা ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে নিজ দেশে ফিরে আসেন যেই দিন, সেই দিনটি ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ