স্টাফ রিপোর্টার- নারী উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর মাইডাস সেন্টারে ২০ ও ২১ জানুয়ারি ২০২৩ দুু’দনব্যাপী চলছে হার-ই-ট্রেড’র পঞ্চম এক্সিবিশন ফাল্গুনী আবাহন। নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য ও সেবা নিয়ে দুই দিনব্যাপী এ মেলায় মোট ৪০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
শুক্রবার সকালে মেলার উদ্বোধন করা হয়। শনিবার রাত ৯টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। দর্শনার্থীদের উপচেপড়া ভীড়ে উল্লসিত উদ্যোক্তারা। বেনে বৌ এর স্বত্ত্বাধীকারী ফারহানা মুনমুন বলেন, নারী উদ্যোক্তাদের কাজের সক্ষমতা তৈরি, নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া তাঁদের উদ্দেশ্য।
মেলায় উদ্যোক্তারা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন। এ তালিকায় আছে রান্নাঘরের মসলা থেকে শুরু করে পোশাক, চামড়াজাত পণ্য, খাদ্যসামগ্রী, হাতে তৈরি অলংকারসহ বিভিন্ন ধরনের পন্য এবং অনলাইনভিত্তিক সেবা। মেলায় কেনাকাটা করতে আসা
অষ্ট্রেলিয়া প্রবাসী তাসমী তামান্না বলেন, ‘আমি অনেকদিন পর দেশে এসেছি। মেলায় খবর পেয়ে দেখতে এলাম। সত্যি আমি খুবই আনন্দিত যে, আমাদের মেয়েরা আজ এস এমই খাতে ব্যাপক উন্নতি করছে। তারা নিজ উদ্যোগে শিল্পখাতে অবদান রাখছে। আমার প্রত্যাশা রাষ্ট্র তাদের পুষ্ঠপোষকতা করে এখাতকে আরো গতিশীল করবে। এ ধরনের মেলা আরো ঘনঘন আয়োজন করতে হবে। এতে করে মেয়েরা আরো উৎসাহিত হবে।’
মেলায় অংশ নেয়া উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনলাইনে ব্যাপক বিক্রি হয়। অনেকে মাসে ১২ থেকে ১৫ লাখ টাকার অর্ডার ডেলিভারি দিয়ে থাকে। উদ্যোক্তারা মনে করেন, দেশকে এগিয়ে নিতে তাদেরকে পরিবার এবং সমাজ যেন অনুপ্রেরনা যোগায়।
অনেকে বলেন, আমাদের সংসার, সন্তানদের স্কুলে আনা -নেয়া থেকে শুরু করে সব কাজ ঠিকঠাক করে পাশাপাশি এটা করছি। এতে অনেক সময় কোথাও কোথাও ছেদ ঘটে। তবুও এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা আশা করি।