স্টাফ রিপোর্টার- ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনী বাংলাদেশিদের ওপর গণহত্যা চালিয়েছিল, সেটি বারবার বলাটা জরুরি বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আর এ কাজে একারণে গণমাধ্যম, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে ভূ-রাজনৈতিক কারণে অনেক দেশ বাংলাদেশের বিরোধিতা করেছে। আবার অনেকে প্রচ্ছন্নভাবে পাকিস্তানকে সহায়তা করেছে। কিন্তু বর্তমানে তাদের অনেকের অবস্থানের পরিবর্তন হয়েছে। তাদের অনেকে একান্ত আলোচনায় অনেক সময় বলেন, ওই সময়ে তাদের পদক্ষেপটি ভুল ছিল। কিন্তু প্রকাশ্যে তারা সেটি বলে না।
বাংলাদেশ আরও বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে, যাতে করে বিশ্বব্যাপী বিষয়টি গ্রহণযোগ্যতা পায় বলে জানান মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘এটি আনুষ্ঠানিকভাবে করতে গেলে যে বাধা আসে, সেটি আমরা পৃথিবীর বড় অংশের সমর্থনের মাধ্যমে সেটি পুষিয়ে নেবো। আমার মনে হয় আমরা অনেকটুকু পেরেছি। সামনের দিনে আরও পারবো। আগামী কয়েক বছরের মধ্যে এটিকে বিশ্বের বেশিরভাগের কাছ থেকে আনুষ্ঠানিক না হলেও মানুষের কাছ থেকে স্বীকৃতি পাবো বলে আশা করি।’
এ বিষয়ে চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, জাতিসংঘে একটি গণহত্যা দিবস আছে এবং সে কারণে ২৫ মার্চ বিশ্বব্যাপী গণহত্যা দিবস করা যাবে না। দ্বিতীয়ত, আর্মেনিয়ার গণহত্যার পরে আর কোনও গণহত্যাকে জাতিসংঘ স্বীকৃতি দেয়নি। সে জায়গা থেকে বলছি যে, কয়েকটি রাষ্ট্র রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে এমনটি বলছে; তাদের আমরা বলছি—বাংলাদেশে আরও ব্যপক গণহত্যা হয়েছে এবং সেটিকেও স্বীকৃতি দেওয়ার জন্য।