স্টাফ রিপোর্টার- নওগাঁ শহর থেকে আটকের পর র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র্যাবের ওপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা আমেরিকায় প্রতিদিনই হয়। এ সপ্তাহে স্কুলে বাচ্চা মেরে ফেলেছে। এ নিয়ে কারও সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে?
গণমাধ্যমে সুলতানা জেসমিনের মৃত্যুর খবর জেনেছেন উল্লেখ করে মোমেন বলেন, পত্রিকার মাধ্যমে ঘটনাটা জানলাম। সত্য-মিথ্যা জানি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও র্যাব বলতে পারবে।
এর আগে গত বুধবার নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
র্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেছেন, দুবাই এখন ইন্টারন্যাশনাল হাব, আমাদের মতো ৭১ সালে স্বাধীন হয়েছিল কিন্তু সেই দেশটি পরিবর্তন হয়েছে অভাবনীয় সাফল্য। এই অভাবনীয় সাফল্যের পিছনে রয়েছে একটি স্থিতিশীল সরকার আর কমিটমেন্টাল ভিশন অব লিডারশিপ। এই মুহূর্তে উন্নত দেশ গড়তে স্থিতিশীল সরকার খুবই দরকার।
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাহাঙ্গীর আলমের লেখা “স্বাধীনতার ৫২ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ. কে. আব্দুল মোমেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর তবে আওয়ামী লীগ সময় পেয়েছে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর ৯৬ থেকে ২০০১ ৫ বছর ও বর্তমানে ১৪ বছর সব মিলিয়ে সাড়ে বাইস বছর। স্বাধীনতার ৫২ বছরের ২৯ বছরেই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিলো। এই ২৯ বছর দেশের কোন উন্নতি হয় নাই। তাই শেখ হাসিনা সরকার বারবার দরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে এই সময়ে স্থিতিশীল সরকার দরকার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধান আলোচক আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আলোচনা সভায় সভাপতিত্ব করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই তার পরিবর্তে রওশান আরা মান্নান সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন অধ্যাপক জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন রওশান আরা মান্নান, জনতা ব্যাংকের এমডি আব্দুছ ছালাম আজাদ, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন।